জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের মামলা করতে হলে । প্রথমে মামলার জন্য বাদীকে বাদী ও বিবাদী উল্লেখ্য করে আবেদন করতে হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর। ওই আবেদন ইউনিয়ন পরিষদের জমা দিলে ইউনিয়ন পরিষদ ০৩ দিনের ভিতর বাদীকে মামলার দিন জানিয়ে দিবে এবং বিবাদীকে নোটিশ জারী করবে এবং নোটিশে মামলার দিন ও তারিখ নির্ধারণ করা হবে।
গ্রাম আদালতের মামলার আবেদন পত্রের নমুনা
মামলা নম্বর :
দায়েরের তারিখ:
মামলার ধরন :
চেয়ারম্যান
৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ
আদর্শ সদর, কুমিল্লা।
বিষয়ঃ গ্রাম আদালত গঠনের আবেদন এবং অভিযোগ/দাবির বিবরণ।
আবেদনকারীর নাম ও ঠিকানা |
প্রতিবাদীর নাম ও ঠিকানা |
স্বাক্ষীগণের নাম ও ঠিকানা |
ঘটনার স্থানঃ
তারিখঃ
সময়ঃ
তফসিলঃ
|
(এখানে আবেদনকারীর বক্তব্যের বিস্তারিত বিবরন এবং তিনি কি প্রতিকার প্রার্থনা করেন তার বিবরন থাকবে)
আবেদনকারীর স্বাক্ষর জাতীয় পরিচয়পত্রনং---------------
|
(বিঃদ্রঃ প্রয়োজনে একাধিক কাগজ ব্যবহার করা যাবে।)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস