এক নজরে
কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে আদর্শ সদর উপজেলার মধ্যে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।
ক)জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ।
খ)আয়তন- ৮.২৫ বর্গ কি:মি:
গ)লোকসংখ্যা: ৫৪০৬৩ জন
ঘ)গ্রামের সংখ্যা: ৩৮টি
ঙ)মৌজার সংখ্যা: ৩৫টি
চ)হাট/বাজারের সংখ্যা-৪টি
ছ)উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, ইজি বাইকের মাধ্যমে
জ)শিক্ষার হার: ৭০(২০০১ সালের আদমশুমারী অনুসারে)
ঝ)সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১৩টি
ঞ)বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৭টি
ট)উচ্চ বিদ্যালয়- ৬টি
ঠ) মাদ্রাসা-৩টি
ড)মহিলা মাদ্রাসা-৫টি
ঢ)দায়িত্বরত চেয়ারম্যান- মো: মামুনুর রশিদ মামুন
ন)গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-২টি
ত)ঐতিহাসিক পর্যটন স্থান-২টি
থ)ইউপি নতুন ভবন স্থাপিত কাল: সাল ২০০৯ইং
দ)নবগঠিত পরিষদের বিবরণ:
শপথ গ্রহনের তারিখ:১০-৮-১১
প্রথম সভার তারিখ: ১৭/০৮/১১
মেয়াদ উত্তীর্নের তারিখ:
ধ)গ্রাম সমূহের নাম
ঝাকুনিপাড়া, জগন্নাথপুর, খামার কৃষ্ণপুর, বাজগড্ডা, শুয়ারা, দৌলতপুর, বালুতুপা, চাপাপুর, দূর্গাপুর, কুচাইতলি, বারপাড়া, বারপাড়াকৃষ্ণপুর, কমলপুর, কালিকাপুর, ভুটুয়া, শ্রীপুর, কৃষ্ণপুর, জোড়ামেহের, নসরাইল, মনাগ্রাম, আনন্দপুর, হরিপুর, দূর্লভপুর, ধনপুর, ভাটকেশ্বর, কার্তিকপুর, রামচন্দ্রপুর, রঘুপুর, নোয়াপাড়া, শাহাপুর, ঘিলাতলি, নোয়াপাড়া, তেতৌয়ারা, অরন্যপুর, গাজীপুর, রাজমঙ্গলপুর, কটকবাজার,
ন)ইউনিয়ন পরিষদের জনবল
নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন
ইউনিয়ন পরিষদ সচিব: ১জন
ইউনিয় গ্রাম পুলিশ : ৮
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস